[email protected] মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
২২ আশ্বিন ১৪৩২

সর্বকালের রেকর্ড ছুঁলো বিটকয়েন, মূল্য ১ লাখ ২৫ হাজার ডলার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২৫ ১৬:১০ পিএম

ছবি : সংগৃহীত

বিটকয়েনের মূল্য ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। রোববার (৫ অক্টোবর) মুদ্রাটির দাম ২.৭% বেড়ে দাঁড়ায় ১ লাখ ২৫ হাজার ডলারে, যা গত ১৭ বছরের মধ্যে সর্বোচ্চ। গত আগস্টেও দাম ১ লাখ ২৪ হাজার ছাড়িয়ে যায়, তবে এবার তা নতুন রেকর্ড গড়েছে।

বিশ্লেষকদের মতে, বিটকয়েনের প্রতি বিনিয়োগকারীদের আস্থা ফিরেছে। ডলারের অবমূল্যায়নের আশঙ্কা, বিকল্প সম্পদ হিসেবে এর জনপ্রিয়তা এবং অক্টোবর মাসে সাধারণত ইতিবাচক পারফরম্যান্স—সব মিলিয়ে দাম বৃদ্ধিতে প্রভাব ফেলেছে। ট্রাম্প প্রশাসনের অনুকূল নীতিমালা ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের চাহিদাও দাম বাড়ানোর পেছনে বড় ভূমিকা রেখেছে।

ব্লুমবার্গ  জানায়, সোনা, শেয়ারবাজার এমনকি পোকেমন কার্ডের দাম যেভাবে বাড়ছে, তাতে বিটকয়েনের ঊর্ধ্বগতি বিস্ময়কর নয়। ক্রিপ্টো বাজারে ফের আশার আলো দেখা যাচ্ছে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর