[email protected] সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
১৪ আশ্বিন ১৪৩২

জব্দ হচ্ছে ভুয়া মেনিফেস্টের পণ্য, মূলহোতারা ধরাছোঁয়ার বাইরে

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৫ ১৫:০৯ পিএম

ছবিঃ সংগৃহীত

বেনাপোল বন্দরে ভুয়া মেনিফেস্টের মাধ্যমে অবৈধ আমদানি বন্ধ হচ্ছে না। ২৪ সেপ্টেম্বর রাতে ভারত থেকে আসা একটি কাভার্ডভ্যান জব্দ করা হলেও চালক ও হেলপার পালিয়ে যায়। ট্রাকে থাকা পণ্যের মধ্যে উচ্চ শুল্কযুক্ত ফেব্রিক্সের চালান ছিল। রাইচ ট্রেডিং ইন্টারন্যশনাল আমদানিকারক ও বিলিসিভ কসমেটিক্স লিমিটেড রপ্তানিকারক।

বন্দর সূত্র জানায়, চোরাচালান সিন্ডিকেটের মাধ্যমে প্রতিদিন কোটি কোটি টাকার পণ্য অবৈধভাবে আসছে, ফলে সরকার বিপুল রাজস্ব হারাচ্ছে। বন্দর ও কাস্টমস কর্মকর্তাদের সহায়তায় মূলহোতারা ধরা পড়ছে না।

বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন বলেন, গাড়ি এখনও তত্ত্বাবধানে আছে। সিন্ডিকেটের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে। কাস্টমস প্রযুক্তি ব্যবহার করে তল্লাশি ও সন্দেহভাজন শনাক্তকরণ কার্যক্রম জোরদার করছে। সম্প্রতি বিজিবি অভিযানেও কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ হয়, কিন্তু মূল কারবারিরা এখনও ধরা পড়েননি।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর