রাজধানীর বাজারে ফের অস্থিরতা দেখা দিয়েছে সবজির দামে। বিক্রেতাদের দাবি, কয়েকদিনের টানা বৃষ্টিতে সরবরাহ কমে যাওয়ায় কেজিপ্রতি ১০–১৫ টাকা বেড়েছে সবজির দাম। ফলে ভোক্তাদের পড়তে হচ্ছে বাড়তি চাপের মুখে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রামপুরা-বনশ্রীসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি ধুন্দল ৪০–৫০, শসা ৫০–৮০, ঝিঙে ৬০–৮০, আলু ২০–২৫, করলা ৮০, ঢ্যাঁড়শ ৭০–৮০, বরবটি ৬০, বেগুন ৮০–১০০ এবং টমেটো ১২০–১৪০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া লাউ ৬০–৭০, চালকুমড়া ৫০ এবং কাঁচা মরিচ কেজিপ্রতি ১৬০ টাকায় পাওয়া যাচ্ছে।
একই সময়ে ব্রয়লার মুরগির দাম এক মাসে ২০–৩০ টাকা বেড়ে কেজিতে দাঁড়িয়েছে ১৮০ টাকা। সোনালি মুরগি ২৮০ টাকায় বিক্রি হচ্ছে। তবে গরু ও খাসির মাংসের দাম অপরিবর্তিত রয়েছে—গরুর মাংস ৭৬০–৮০০, খাসি ১২০০ এবং ছাগল ১১০০ টাকা কেজি।
ডিমের বাজার আপাতত স্থিতিশীল। লাল ডিম ডজনপ্রতি ১৩০, সাদা ১২০ এবং হাঁস ও দেশি মুরগির ডিম যথাক্রমে ২২০–২৩০ ও ২৩৫ টাকায় বিক্রি হচ্ছে।
অন্যদিকে ইলিশের কেজিপ্রতি দাম ১০০ টাকা কমেছে। বর্তমানে এক কেজি ওজনের ইলিশ ২১০০, মাঝারি ইলিশ ১৫০০–১৮৫০ এবং দেড় কেজি ওজনের ইলিশ ৩০০০ টাকায় বিক্রি হচ্ছে। তবে বোয়াল, কোরাল, পাবদা, শিংসহ অন্যান্য মাছের দাম আগের মতোই চড়া রয়েছে।
মন্তব্য করুন: