[email protected] সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
১৪ আশ্বিন ১৪৩২

অসম করবোঝা-দুর্নীতি-প্রশাসনিক জটিলতা বিদেশি বিনিয়োগে বড় বাধা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৫ ১৬:০৯ পিএম

ছবিঃ সংগৃহীত

যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের ‘২০২৫ বাংলাদেশ ইনভেস্টমেন্ট ক্লাইমেট স্টেটমেন্ট’ প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বিশেষত মার্কিন বিনিয়োগের প্রধান বাধা হলো দুর্নীতি, বিদেশি প্রতিষ্ঠানের ওপর অসম কর, প্রশাসনিক বিলম্ব, অপর্যাপ্ত অবকাঠামো এবং সীমিত অর্থায়ন।

প্রতিবেদন অনুযায়ী, সরকারের বিনিয়োগবান্ধব সংস্কার কার্যক্রম এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। মেধাস্বত্ব ও শ্রম অধিকার প্রয়োগ অকার্যকর, এবং দুর্নীতি সরকারি ক্রয়-বিক্রয় ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষের মধ্যে ব্যাপকভাবে বিদ্যমান। এর কারণে ব্যবসায়ীদের গোপন পেমেন্টের মাধ্যমে জিডিপি ২–৩ শতাংশ কমে যেতে পারে।

অন্তর্বর্তী সরকার ব্যাংকিং ও প্রশাসন সংস্কারে কাজ শুরু করেছে, তবে বড় পরিবর্তন ঘটে নি। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে কিছু সেবার স্বচ্ছতা বাড়ানো হলেও নিয়মাবলি অস্পষ্ট। এসব কারণে বিদেশি বিনিয়োগকারীদের জন্য বিনিয়োগের পরিবেশ এখনও চ্যালেঞ্জিং।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর