[email protected] রবিবার, ৫ অক্টোবর ২০২৫
২০ আশ্বিন ১৪৩২

বাংলাদেশ থেকে ভারতে ১৩ দিনে ১৪৫ টন ইলিশ গেছে

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২৫ ১৭:১০ পিএম

ছবি : সংগৃহীত

বাংলাদেশ থেকে এ বছর মাত্র ১৩ দিনে ভারতে ইলিশ রপ্তানি হয়েছে ১৪৫ টনের মতো যা সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে কম। সরকার ১ হাজার ২০০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিলেও, দুর্গাপূজার জন্য সীমান্ত ৫ দিন বন্ধ থাকায় এবং সময় স্বল্পতায় আমদানিকারকেরা পুরো কোটা পূরণ করতে পারেননি।

১৭ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গে গেছে প্রায় ১০৫ টন, আর ত্রিপুরায় ৩৯ টন ইলিশ। ইলিশের সরবরাহ কম হওয়ায় ভারতে খুচরা বাজারে দাম উঠেছে ,৪০০-,৫০০ রুপিতে।

ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সৈয়দ আনোয়ার মাকসুদের মতে, সময় কম থাকায় এত স্বল্প পরিমাণে ইলিশ এসেছে। আগের বছরগুলোতেও একই পরিস্থিতি দেখা গেছে ২০২৩ সালে বরাদ্দ ছিল ,৯৫০ টন, রপ্তানি হয়েছিল মাত্র ৫৮৭ টন।

বাংলাদেশের ইলিশের প্রতি পশ্চিমবঙ্গের বাঙালিদের আগ্রহ থাকলেও রপ্তানি প্রতিবন্ধকতায় বাজার চাহিদা মেটানো যাচ্ছে না।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর