[email protected] রবিবার, ৫ অক্টোবর ২০২৫
২০ আশ্বিন ১৪৩২

সৌদি-বাংলাদেশ চেম্বার অব কমার্সের যাত্রা শুরু, লক্ষ্য দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২৫ ১৭:১০ পিএম
আপডেট: ০৫ অক্টোবর ২০২৫ ৫:৩৯ পিএম

ছবি : সংগৃহীত

বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদার করতে সৌদি আরব-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসএবিসিসিআই) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে।

রোববার ঢাকায় এক সংবাদ সম্মেলনে জানানো হয়, উপলক্ষে - অক্টোবর তিন দিনব্যাপী একটি দ্বিপক্ষীয় বিজনেস সামিট অনুষ্ঠিত হবে।

এসএবিসিসিআই সভাপতি আশরাফুল হক চৌধুরী জানান, সৌদি বিনিয়োগের জন্য চট্টগ্রামে ৩০০ একর জমি বরাদ্দ দেওয়া হয়েছে। পেট্রোকেমিক্যাল, গ্রীন টেকনোলজি সাইবার সিকিউরিটি খাতে যৌথ বিনিয়োগের সম্ভাবনা রয়েছে।

এছাড়া, ৩০ লাখ প্রবাসীর বাইরে আরও দক্ষ জনশক্তি রপ্তানির সুযোগও রয়েছে।

সামিটে অংশ নিতে সৌদি আরব থেকে ২০ সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকায় এসেছে। অক্টোবর হোটেল শেরাটনে মূল সম্মেলন অনুষ্ঠিত হবে এবং সেদিন সন্ধ্যায় চেম্বারের আনুষ্ঠানিক উদ্বোধন হবে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর