এক মাস স্থগিত থাকার পর আগামী ১৪ অক্টোবর রাত ১২টা থেকে চট্টগ্রাম বন্দরে বর্ধিত ট্যারিফ আদায় কার্যকর হচ্ছে। বন্দরের অর্থ ও হিসাবরক্ষণ বিভাগের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই সময়ের পর আসা সব জাহাজ, কনটেইনার ও কার্গোর বিল নতুন হারে পরিশোধ করতে হবে।
সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী ২৩টি খাতে মাশুল বাড়ানো হয়েছে, যার মধ্যে সবচেয়ে বেশি বৃদ্ধি কনটেইনার পরিবহন খাতে—গড়ে ৩৭ শতাংশ। প্রতিকেজি পণ্যের মাশুল বেড়ে দাঁড়িয়েছে ১ টাকা ৭৫ পয়সায়। জাহাজের পাইলটিং ও টাগ চার্জসহ ওয়েটিং চার্জেও বড় অংকের বৃদ্ধি দেখা গেছে।
এ সিদ্ধান্তে রপ্তানি খাতে নেতিবাচক প্রভাবের আশঙ্কা করেছে ব্যবসায়ীরা। তবে বন্দরের পক্ষ থেকে জানানো হয়েছে, এশিয়া ও আন্তর্জাতিক মানদণ্ড বিশ্লেষণ করে ট্যারিফ বৃদ্ধি করা হয়েছে।
চট্টগ্রাম বন্দরে দেশের ৯২% সামুদ্রিক বাণিজ্য এবং ৯৮% কনটেইনার পরিবহন পরিচালিত হয়।
মন্তব্য করুন: