আগামী বাজেটে ব্যাংকের আমানতের উপর আবগারি শুল্ক কমবে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। সোমবার এনবিআর ভবনে অনুষ্ঠিত প্রাক-বাজেট আলোচনায় তিনি এ ঘোষণা দেন।
ব্যাংকের আমানতের উপর আবগারি শুল্ক কমানোর বিষয়ে বাংলাদেশ এসোসিয়েশন অব ব্যাংকসের প্রস্তাবের প্রেক্ষিতে এনবিআর চেয়ারম্যান বলেন, ব্যাংকের আমানতের ওপর আবগারি শুল্ক কমানো হবে, অল্প হলেও হবে। এছাড়া লোন একাউন্ট ও ক্রেডিট কার্ডের আবগারি শুল্ক প্রত্যাহার করা হবে বলে জানান তিনি।
প্রাক-বাজেট আলোচনায় ঢাকা স্টক এক্সচেঞ্জ, স্টক এক্সচেঞ্জ ডিএসই ব্রোকারেজ অ্যাসোসিয়েশন, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন অংশ নেয়।
ঢাকা স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকে মূলধনী আয়, কোম্পানির ঘোষিত লভ্যাংশের উপর আয়কর কমানো, টার্নওভার কর কমানোর প্রস্তাব দেওয়া হয়।
এসব প্রস্তাবের প্রেক্ষিতে এনবিআর চেয়ারম্যান বলেন, শেয়ারবাজারে কর হার কমিয়ে কোনো লাভ হয়নি। পঞ্চাশ লাখ টাকা পর্যন্ত কোন কর দিতে হয় না। ৫০ লাখ টাকা আয় করলে তবে কোড দিতে হয়। সে করের হার কমিয়ে ১৫ শতাংশ করা হয়েছে। কিন্তু কি হয়েছে? বাজারে ধারাবাহিকভাবে পতন হচ্ছে। শেয়ারবাজারে কর কাঠামো সমস্যা নয়, সুশাসনের অভাবই বাজারের প্রধান সমস্যা। নানাভাবে এই বাজারকে নষ্ট করা হয়েছে।
তিনি বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন জরুরি। শেয়ারবাজার থেকে মূলধন সংগ্রহ ফ্রি। তারপরও কেন কোম্পানিগুলো বাজারে আসতে চাইছে না, নিশ্চয়ই কোন ঝামেলা আছে। বাজারে অনেক হায় হায় কোম্পানি আছে। এসব কোম্পানিতে বিনিয়োগ করে বিনিয়োগকারীরা ঠকেছে। বিনিয়োগকারীরা মনে করছে তাদের বিনিয়োগ নিরাপদ নয়। তাদেরকে কিভাবে ফের বাজারে নিয়ে আসবেন? তবে আগামী বাজেটে শেয়ারবাজারে টার্নওভার কর কমানো বিষয়টি বিবেচনা করা হবে বলে জানান এনবিআর চেয়ারম্যান।
সোর্স: আমার দেশ
মন্তব্য করুন: