ajbarta24@gmail.com শনিবার, ১১ জানুয়ারি ২০২৫
২৮ পৌষ ১৪৩১

চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে নজিরবিহীন সন্ত্রাসী তাণ্ডব চালিয়েছে ইসকন, ১ আইনজীবী নিহত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৪ ১৮:১১ পিএম

সংগৃহীত ছবি

চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে নজিরবিহীন সন্ত্রাসী তাণ্ডব চালিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করেছে হিন্দুত্ববাদী সংগঠন ইসকনের সদস্যরা। সাইফুল ইসলাম চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর ছিলেন।


ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের প্রতিবাদে এই হামলা চালায় উগ্র হিন্দুরা।

২৬ নভেম্বর, মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল কর্তৃপক্ষ সাইফুল ইসলাম আলিফকে মৃত ঘোষণা করেন। হামলার এ ঘটনায় আহত ৭-৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ অ্যাডভোকেট এনামুল।

তিনি বলেন, সাইফুল ইসলাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। তিনি ২০১৮ সালে জেলা আইনজীবী সমিতির সদস্য হন। পরে তিনি হাইকোর্টের আইনজীবী হিসেবেও নিবন্ধন পান।

অ্যাডভোকেট মোক্তার উদ্দিন সাগর নামে এক আইনজীবী জানান, আমার চোখের সামনে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে কোপানো হয়েছে।

উল্লেখ্য, অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ লোহাগাড়া উপজেলার চুনতি এলাকার বাসিন্দা। তার বাবা নাম জালাল উদ্দিন।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর