রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণ করে ড. মুহাম্মদ ইউনূসের দায়িত্ব নেয়া উচিত ছিল বলে মন্তব্য করেছেন আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান।সোমবার (২৮ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ইনকিলাব মঞ্চ আয়োজিত ‘ফ্যাসিবাদ উত্তর বাংলাদেশ সংবিধান প্রশ্ন: মুজিববাদ নাকি জনমুক্তি?’ সংলাপে তিনি এমন মন্তব্য করেন।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ করে মাহমুদুর রহমান বলেন, বিপ্লবের মাধ্যমে আসা অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের বিপ্লবী সরকার গঠন করা উচিত ছিল। প্রেসিডেন্ট চুপ্পুকে অপসারণ করে আপনার (ড. ইউনূস) রাষ্ট্রপতি হওয়া দরকার ছিল। রাজনৈতিক দলগুলোকে নিয়ে সর্বদলীয় সরকার গঠন করতে পারতেন। তাহলেই জাতীয় ঐক্য হয়ে যেতো।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির সঞ্চালনায় সংলাপে আরও বক্তব্য রাখেন- জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা, এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন প্রমুখ।
মন্তব্য করুন: