দ্য স্টেটসম্যানের এক মন্তব্য প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের ‘লড়াকু দুই বেগমের’ পাঁচ দশকের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার অবসান ঘটেছে, যার এক প্রান্তে রয়েছে ভারতের প্রতি আনুগত্যের রাজনৈতিক মূল্য। প্রতিবেদনে উল্লেখ করা হয়, দুই দফার সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যু এবং দীর্ঘদিন ক্ষমতায় থাকা শেখ হাসিনা-র ক্ষমতাচ্যুতি এই অধ্যায়ের সমাপ্তি টেনেছে।
সাংবাদিক মাহেন্দ্র ভেদ লিখেছেন, ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক শেখ হাসিনার জন্য রাজনৈতিক বোঝায় পরিণত হয়েছিল, যার মূল্য তাঁকে দিতে হয়েছে ক্ষমতা হারিয়ে। বিপরীতে, খালেদা জিয়ার ক্ষেত্রে এমন কোনো বাধ্যবাধকতা ছিল না।
প্রতিবেদনে আরও বলা হয়, খালেদা জিয়ার মৃত্যু বিএনপির নেতৃত্বে তারেক রহমানের পথ তুলনামূলকভাবে পরিষ্কার করেছে এবং আসন্ন নির্বাচনে দলটি ‘সহানুভূতি ফ্যাক্টর’-এর সুবিধা পেতে পারে। দীর্ঘ রাজনৈতিক দ্বন্দ্ব, সামরিক সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়কার সংকট ও ‘মাইনাস-টু’ পরিকল্পনার ব্যর্থতার মধ্য দিয়ে বাংলাদেশ শেষ পর্যন্ত আবারও দুই বেগমের রাজনীতি অতিক্রম করে নতুন রাজনৈতিক বাস্তবতায় প্রবেশ করছে।
মন্তব্য করুন: