বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় এসেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় পৌঁছান।
বাংলাদেশ বিমানবাহিনীর বাশার ঘাঁটিতে পৌঁছালে তাঁকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব এম ফরহাদ হোসেন।
আজ বেলা ২টায় জাতীয় সংসদ ভবনের ভেতরের মাঠ, আশপাশের এলাকা এবং পুরো মানিক মিয়া অ্যাভিনিউ জুড়ে খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজাকে কেন্দ্র করে সকাল থেকেই দলে দলে মানুষ সেখানে জড়ো হতে শুরু করেন।
জানাজা শেষে খালেদা জিয়াকে তাঁর স্বামী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর কবরের পাশে দাফন করা হবে।
খালেদা জিয়া মঙ্গলবার সকাল ৬টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। সফর শেষে এস জয়শঙ্করের আজ বিকেলেই নয়াদিল্লি ফেরার কথা রয়েছে।
মন্তব্য করুন: