[email protected] বৃহঃস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
১১ পৌষ ১৪৩২

অবশেষে হাসপাতালে মায়ের পাশে তারেক রহমান

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২৫ ২০:১২ পিএম

ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে অবশেষে হাসপাতালে মায়ের পাশে পৌঁছেছেন তারেক রহমান। রাজধানীর ৩০০ ফিট এলাকায় আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠান শেষে ২৫ ডিসেম্বর সন্ধ্যায় তিনি এভারকেয়ার হাসপাতাল–এ যান। বিকেল ৫টা ৫৪ মিনিটের দিকে তাকে বহনকারী লাল-সবুজ রঙের গাড়িটি হাসপাতাল চত্বরে প্রবেশ করে।

গাড়ি থেকে নেমে তিনি নেতাকর্মীদের সঙ্গে হেঁটে হাসপাতালের ভেতরে যান এবং প্রবেশের আগে কয়েকবার থেমে বাইরে অবস্থানরত নেতাকর্মীদের সঙ্গে হাত মেলান।

নেতাকর্মীদের ভিড়ের কারণে সংবর্ধনাস্থল থেকে হাসপাতালে পৌঁছাতে কিছুটা সময় লাগে। পথে সড়কের দুই পাশে হাজারো নেতাকর্মী প্রিয় নেতাকে একনজর দেখার জন্য অপেক্ষা করেন। হাসপাতালে তার সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, এজেডএম জাহিদ হোসেনসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে বৃহস্পতিবার সকাল ১০টায় তারেক রহমানকে বহনকারী বিমানটি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর–এ অবতরণ করে। লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে যাত্রার আগে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর বাংলাদেশের আকাশে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর