রাজধানীর জিগাতলা এলাকায় একটি ছাত্রী হোস্টেল থেকে জান্নাতারা রুমী নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে হাজারীবাগ থানার পুলিশ মরদেহটি উদ্ধার করে।
হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান জানান, ভোর আনুমানিক চারটার দিকে হোস্টেলের একটি কক্ষ থেকে জান্নাতারা রুমীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্র জানায়, নিহত জান্নাতারা রুমী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি এনসিপির ধানমন্ডি শাখার যুগ্ম সমন্বয়কারীর দায়িত্বে ছিলেন।
থানার পরিদর্শক (অপারেশন) দেলওয়ার হোসেন বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্ত প্রতিবেদন ও অন্যান্য তথ্য যাচাই করা হবে।
পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সব দিক খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
মন্তব্য করুন: