[email protected] সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
২৪ অগ্রহায়ণ ১৪৩২

গুমের নির্দেশ দিতেন হাসিনা বাস্তবায়ন করতেন মেজর তারিক

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০২৫ ১৯:১২ পিএম

ছবি : সংগৃহীত

আওয়ামী লীগের শাসনামলে সংঘটিত গুম ও নির্যাতনের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার শুনানিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গুরুতর অভিযোগ উত্থাপন করেছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

তিনি দাবি করেন, গুমের নির্দেশ সরাসরি শেখ হাসিনা দিতেন এবং সেই নির্দেশ বাস্তবায়ন করতেন তার প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ জয়েন্ট ইন্টারোগেশন সেল বা আয়নাঘরে সংঘটিত গুম ও নির্যাতন সংক্রান্ত মামলার অভিযোগ গঠনের শুনানিতে এই মন্তব্য করা হয়। দুপুর ১২টার পর ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের প্যানেল শুনানি শুরু করেন।

প্রসিকিউশনের পক্ষে শুনানি পরিচালনা করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। মামলায় ইতোমধ্যে ডিজিএফআইয়ের সাবেক পরিচালকসহ তিনজন সেনা সদস্যকে গ্রেফতার করা হয়েছে এবং কড়া নিরাপত্তায় তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।

এ মামলায় একাধিক ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা পলাতক রয়েছেন। এর আগে গত ৮ অক্টোবর ১৩ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর আদালত অভিযোগ আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করে। ট্রাইব্যুনাল পলাতক আসামিদের হাজির করতে জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর