যে জাতি যত বেশি দক্ষ, তারা তত বেশি উন্নত। তাই উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে দক্ষ জনশক্তি এবং তাদের প্রশিক্ষণের বিকল্প নেই। ঢাকা বিশ্ববিদ্যালয় সামাজিক বিজ্ঞান অনুষদে আয়োজিত অনুষ্ঠানে এমন কথা বলেন বিশেষজ্ঞরা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে, ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বলেন, “একাডেমিয়া এবং ডেভেলপমেন্ট সেক্টরের মধ্যে সেতুবন্ধ তৈরিতে পেশা সহায়ক সংক্ষিপ্ত কোর্স বেশি প্রয়োজন। অনেক দিনের চেষ্টায় আমরা এক এক করে চারটি ব্যাচ সম্পন্ন করলাম, যা আগামীতে সার্টিফিকেট কোর্স থেকে বছর মেয়াদী ডিপ্লোমা’তে উন্নীত করার চিন্তা করছি। নতুন পরিকল্পনার জন্য আমরা আন্তরিকভাবে আগ্রহী এবং আগামী বছর কোর্সটি আমরা শুরু করতে পারবো বলে আশাকরি। পাশাপাশি, আমাদের লক্ষ্য থাকবে, একবার শুরু হলে আর যেন বন্ধ না হয়।”
সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগ এবং ফ্রেন্ডশিপ একাডেমি আয়োজিত মাসব্যাপী সার্টিফিকেট কোর্সের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২০২৩ সাল থেকে শুরু হওয়া এমন কোর্সের চতুর্থ ব্যাচের সমাপনী অনুষ্ঠান ছিলো এটি। এতে অংশ নেন, দেশী-বিদেশী উন্নয়ন সংস্থা, সরকারী প্রতিষ্ঠান, গণমাধ্যম-সহ বিভিন্ন পেশার মোট ৩৮ জন প্রশিক্ষণার্থী। পাঁচ সপ্তাহব্যাপী কোর্সের, চার সপ্তাহ ছিলো শ্রেণিকক্ষ সেশন এবং এক সপ্তাহ ছিলো মাঠ পরিদর্শন।
ঢাবি উন্নয়ন অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান ডক্টর নায়ীম সুলতানা’র সভাপতিত্বে সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে অনলাইনে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন, ফ্রেন্ডশিপের প্রতিষ্ঠাতা রুনা খান। উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ডক্টর তাইয়েবুর রহমান, আয়োজক বিভাগের অধ্যাপক ডক্টর এম আবু ইউসুফ, ডক্টর কাজী মারুফুল ইসলাম এবং ফ্রেন্ডশিপের জ্যেষ্ঠ পরিচালক ও শিক্ষা বিভাগ প্রধান ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ইলিয়াস ইফতেখার রসূল।
মন্তব্য করুন: