[email protected] শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
২১ অগ্রহায়ণ ১৪৩২

ঢাকা ও আশপাশের এলাকায় ৪.১ মাত্রার ভূমিকম্প, উৎপত্তিস্থল নরসিংদী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০২৫ ১৫:১২ পিএম

ছবি : সংগৃহীত

বৃহস্পতিবার সকাল ৬টা ১৪ মিনিটে ঢাকাসহ আশপাশের এলাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৪.১ এবং উৎপত্তিস্থল ছিল নরসিংদীর শিবপুর। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগারগাঁও কেন্দ্র থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ছিল ৩৮ কিলোমিটার।

২১ তারিখ থেকে দেশে একাধিক ভূমিকম্পের পর এটি একই স্থানে আরেকটি কম্পন। ২১ নভেম্বর ৫.৫ মাত্রার ভূমিকম্পে ঢাকাসহ সারাদেশ কেঁপে ওঠে, যাতে অন্তত ১০ জনের মৃত্যু হয়। ২২ ও ২৪ নভেম্বরও নরসিংদী ও ঢাকার বাড্ডাকে কেন্দ্র করে ধারাবাহিক ভূকম্পন হয়। এদের অধিকাংশের উৎপত্তিস্থল রাজধানীর খুব কাছে, নরসিংদীর মাধবদী, পলাশ ও টঙ্গী অঞ্চলে। মিয়ানমারের ফালামেও মাঝারি মাত্রার কম্পন হয়েছে, যা চট্টগ্রাম থেকে অনুভূত হয়।

বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ ভারতীয় ও বার্মা টেকটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত। ভূতত্ত্ববিদ সৈয়দ হুমায়ুন আখতার জানান, সিলেট–টেকনাফ পর্যন্ত সাবডাকশন জোনে জমে থাকা শক্তি ৮.২ থেকে ৯ মাত্রার বড় ভূমিকম্পে রূপ নিতে পারে। সাম্প্রতিক ছোট কম্পনগুলো বড় ভূমিকম্পের সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে বলে মতামত দিয়েছেন তিনি।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর