জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির রায়কে ঘিরে রাজধানীজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বৃহস্পতিবার রায় ঘোষণার দিন নির্ধারিত থাকায় রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি সতর্কতা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বৃহস্পতিবার ‘লকডাউন’ কর্মসূচি ঘোষণা করায় পুলিশের পাশাপাশি বিজিবিও মোতায়েন করা হয়েছে। বুধবার সকাল থেকে রাজধানীর এয়ারপোর্ট, আব্দুল্লাহপুর, ধানমণ্ডি ৩২, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, কাকরাইল ও হাইকোর্ট এলাকায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। একই সঙ্গে ঢাকার প্রবেশপথে চেকপোস্ট বসিয়ে মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে।
এর আগে মঙ্গলবার রাতে আওয়ামী লীগের নেতাকর্মীদের খোঁজে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভেনিউ, ফকিরাপুল, কাকরাইল ও এলিফ্যান্ট রোডের বিভিন্ন হোটেল ও মেসে অভিযান চালায় পুলিশ। অভিযানে অতিথিদের জাতীয় পরিচয়পত্র, পেশা ও ঢাকায় আসার কারণ জানতে চাওয়া হয়। মোবাইল ফোন তল্লাশির মাধ্যমে কারও রাজনৈতিক সম্পৃক্ততা যাচাই করা হয়।
রমনা বিভাগের ডিসি মাসুদ আলম জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হচ্ছে। কলাবাগানের একটি মেস থেকে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যারা নাশকতার উদ্দেশ্যে ঢাকায় জড়ো হয়েছিল বলে সন্দেহ করা হচ্ছে। পুলিশ জানায়, গ্রেপ্তারের আগে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সন্দেহ হলে সিডিএমএস ডাটাবেজে তাদের তথ্য যাচাই করা হয়, যেখানে বেশ কয়েকজনের বিরুদ্ধে পূর্বের মামলা পাওয়া গেছে।
মন্তব্য করুন: