[email protected] মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
২৭ কার্তিক ১৪৩২

হাসিনার সাক্ষাৎকারগুলো আগে থেকেই ‘সাজিয়ে রাখা’, আরও আসবে

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৫ ২০:১১ পিএম
আপডেট: ১১ নভেম্বর ২০২৫ ৮:৪৫ পিএম

ছবি : সংগৃহীত

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম দাবি করেছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিপুল পরিমাণ অর্থ রয়েছে, যার মাধ্যমে তিনি বিদেশে নিজের পক্ষে প্রচারণা চালাচ্ছেন এবং দামি আইনজীবী নিয়োগ দিচ্ছেন।

১১ নভেম্বর নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, শেখ হাসিনার জন্য বিভিন্ন পিআর এজেন্সি পশ্চিমা গণমাধ্যমে একের পর এক সাজানো সাক্ষাৎকার প্রকাশ করছে। এসব সাক্ষাৎকারকে কৌশলেইমেইলে নেওয়াবলে প্রচার করা হচ্ছে।

তিনি উগান্ডার সাবেক শাসক ইদি আমিনের উদাহরণ টেনে বলেন, গণহত্যা চালিয়ে নির্বাসনে যাওয়া আমিন জীবনের শেষ পর্যন্ত নীরব ছিলেন। কিন্তু শেখ হাসিনা নির্বাসনে থেকেও নীরব নন, কারণ তাঁর কাছে প্রচুর টাকা আছে, যা দিয়ে তিনি নিজের ভাবমূর্তি রক্ষায় বৈশ্বিক প্রচারণা চালাচ্ছেন।

শফিকুলের অভিযোগ, পশ্চিমা গণমাধ্যম ভারতের কিছু সংবাদমাধ্যমও নিশ্চিত নয় যে এসবইমেইল সাক্ষাৎকারেরউত্তর আসলে হাসিনা নিজে দিচ্ছেন, নাকি তাঁর টিম লিখে দিচ্ছে। তবুও কোটি টাকার পিআর প্রচারণার কারণে সেগুলো প্রকাশ করা হচ্ছে।

তিনি বলেন, এসব সাক্ষাৎকারে সত্য বা অনুশোচনা নেই, এগুলো কেবল এক গণহত্যাকারীকে মানবিক দেখানোর ব্যয়বহুল প্রচেষ্টা।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর