[email protected] রবিবার, ৯ নভেম্বর ২০২৫
২৪ কার্তিক ১৪৩২

বিশ্বের দূষিত শহরের তালিকায় চারে আজ ঢাকা, শীর্ষে নয়াদিল্লি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৮ নভেম্বর ২০২৫ ১৬:১১ পিএম

ছবি : সংগৃহীত

বায়ুদূষণের দিক থেকে আবারও শীর্ষ অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ার (IQAir)-এর সর্বশেষ তথ্যানুসারে, শনিবার স্থানীয় সময় সকাল ১১টায় ঢাকার বায়ুমান সূচক (AQI) রেকর্ড করা হয় ১৮৭, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত। এ সূচক অনুযায়ী, এমন বাতাসে দীর্ঘসময় শ্বাস নিলে সকলেরই স্বাস্থ্যের ক্ষতি হতে পারে।

আইকিউএয়ারের তালিকায় এদিন বিশ্বের সবচেয়ে দূষিত শহর হিসেবে শীর্ষে রয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি, যার স্কোর ৬৩৪—‘দুর্যোগপূর্ণপর্যায়ে। দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর (৩৩৪), তৃতীয় কুয়েত সিটি (১৯৪), চতুর্থ ঢাকা এবং পঞ্চম অবস্থানে পাকিস্তানের করাচি।

বিশ্ব মানদণ্ড অনুযায়ী, ৫০-এর নিচে সূচক বিশুদ্ধ বাতাসের প্রতীক। ৫১১০০ সহনীয়, ১০১১৫০ সংবেদনশীল মানুষের জন্য ঝুঁকিপূর্ণ, ১৫১২০০ সকলের জন্য অস্বাস্থ্যকর, ২০১৩০০ খুব অস্বাস্থ্যকর, এবং ৩০০-এর উপরে সূচক হলে বাতাসকেদুর্যোগপূর্ণধরা হয়।

বিশেষজ্ঞদের মতে, শুষ্ক মৌসুমে নির্মাণকাজ, যানবাহনের ধোঁয়া ইটভাটার কারণে ঢাকায় দূষণের মাত্রা দ্রুত বাড়ছে। জনস্বাস্থ্য রক্ষায় এখনই কঠোর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে সতর্ক করেছেন পরিবেশবিদরা।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর