[email protected] বৃহঃস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
৭ কার্তিক ১৪৩২

৬০ ঘণ্টার প্রশিক্ষণ বাধ্যতামূলক: ড্রাইভিং লাইসেন্সে বড় বদল আনছে সরকার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৫ ১৭:১০ পিএম

ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানিয়েছেন, দেশে ড্রাইভিং লাইসেন্স দীর্ঘস্থায়ী ও দক্ষ চালক তৈরির লক্ষ্যে আমূল পরিবর্তন আনা হচ্ছে। নতুন নিয়ম অনুযায়ী, লাইসেন্স পেতে ন্যূনতম ৬০ ঘণ্টার চালক প্রশিক্ষণ বাধ্যতামূলক করা হবে।

শাপাশি, লাইসেন্স ইস্যু ও নিয়ন্ত্রণের দায়িত্ব শুধুমাত্র বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)‑র হাতেই থাকবে না, বেসরকারি প্রশিক্ষণকেন্দ্রেও লাইসেন্স ইস্যু করা যাবে। রাজধানীতে ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস‑২০২৫’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই তথ্য জানান।

প্রস্তাবনায় বলা হয়েছে, চালকদের তাত্ত্বিক ও ব্যবহারিক দুই রকম প্রশিক্ষণ দেওয়া হবে। সড়কচিহ্ন ও যানবাহন নিয়ন্ত্রণ শেখাসহ শারীরিক সক্ষমতা ও ডোপ‑টেস্ট নিয়েও উদ্যোগ নেওয়া হবে। প্রয়োজনে প্রশিক্ষণ ভাতা দেওয়া হবে এবং প্রশিক্ষণ সম্পন্ন না হলে পরীক্ষায় অংশ নেওয়া যাবে না।

এছাড়া, সরকার মনোনীত বেসরকারি প্রশিক্ষণ কেন্দ্র ছাড়াও সরকারি সেন্টার থেকে প্রশিক্ষণ নেওয়ার সুযোগ থাকবে। এই নতুন ব্যবস্থাটি বাস্তবায়িত হলে মূলত চালকদের দক্ষতা বাড়ানোর পাশাপাশি সড়ক দুর্ঘটনা কমাতে সহায়তা করবে।আগামী মাস থেকেই এই ৬০ ঘণ্টার প্রশিক্ষণ কার্যক্রম শুরু করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর