[email protected] মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
৬ কার্তিক ১৪৩২

চীনকে ঠেকাতে অস্ট্রেলিয়ার সঙ্গে বিরল খনিজ চুক্তি যুক্তরাষ্ট্রের

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৫ ১৯:১০ পিএম
আপডেট: ২১ অক্টোবর ২০২৫ ৭:২৫ পিএম

ছবি : সংগৃহীত

চীনের বিরল খনিজ আধিপত্য ঠেকাতে অস্ট্রেলিয়ার সঙ্গে গুরুত্বপূর্ণ চুক্তি করেছে যুক্তরাষ্ট্র। প্রায় সাড়ে ৮০০ কোটি ডলারের এই চুক্তির আওতায় দুই দেশ খনিজ উত্তোলন ও প্রক্রিয়াজাতকরণে যৌথ বিনিয়োগ করবে। আগামী ৬ মাসে ১শ’ কোটি ডলার খরচ করা হবে বলে জানানো হয়েছে। এই চুক্তিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র সফর করেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ।

বিশ্বের ৯০ শতাংশ প্রক্রিয়াজাত দুর্লভ খনিজ আসে চীন থেকে। এর সরবরাহে চীনের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের জন্য কৌশলগত ঝুঁকি তৈরি করে। তাই ট্রাম্প প্রশাসন অস্ট্রেলিয়ার বিকল্প খনিজ উৎসকে কাজে লাগাতে চায়।

অস্ট্রেলিয়ায় প্রচুর কার্বোনাটাইট, অ্যালকালাইন আগ্নেয় শিলা ও আয়নিক ক্লে রয়েছে, যা দুর্লভ খনিজের উৎস। এই চুক্তি শুধু খনিজ নয়, সামরিক সহযোগিতার দিক থেকেও গুরুত্বপূর্ণ। অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্র থেকে সাবমেরিনসহ আধুনিক অস্ত্র কিনতে আগ্রহ দেখিয়েছে।

ট্রাম্প এই চুক্তিকে "অত্যন্ত গুরুত্বপূর্ণ" বলে উল্লেখ করেন এবং চীন সফরের আগাম বার্তাও দিয়েছেন। অন্যদিকে, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেন, এটি দুই দেশের সম্পর্কের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর