[email protected] বৃহঃস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
৭ কার্তিক ১৪৩২

এখনও নেভেনি শাহজালালের আগুন, কাজ করছে ফায়ারের ২২ ইউনিট

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৫ ১৬:১০ পিএম

ছবি : সংগৃহীত

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে শনিবার (১৮ অক্টোবর) দুপুর আড়াইটায় ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ২১ ঘণ্টা পর রবিবার বেলা সাড়ে ১১টাতেও ধোঁয়া উড়তে দেখা যায়, যদিও আগুন অনেকটাই নিয়ন্ত্রণে। এখনও ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম জানিয়েছেন, আগুন পুরোপুরি নিভেনি, তাই সতর্কতার সঙ্গে কাজ চলছে। আগুন যেন পুনরায় ছড়িয়ে না পড়ে, সে জন্য পানি ছিটানো অব্যাহত রয়েছে।

ধ্বংসস্তূপ দেখতে সকাল থেকেই কার্গো ভিলেজের আশপাশে ভিড় করছেন ব্যবসায়ী ও সাধারণ মানুষ। তবে নিরাপত্তার স্বার্থে কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না।

আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট ছাড়াও সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী ও বিজিবি অংশ নেয়।

এ ঘটনায় বেশ কয়েকজন ফায়ার ফাইটার, সিভিল অ্যাভিয়েশন কর্মী ও আনসার সদস্য আহত হয়েছেন।

আগুন লাগার পর সাময়িকভাবে সব ফ্লাইট উড্ডয়ন ও অবতরণ বন্ধ রাখা হয়। ৮টি ফ্লাইট চট্টগ্রাম, ৩টি সিলেট ও ২টি কলকাতায় অবতরণ করে। রাত ৯টার পর ফ্লাইট চলাচল স্বাভাবিক হয়।

বিমানবন্দরের কার্গো ভিলেজটি মূলত পোস্ট অফিস ও হ্যাঙ্গারের মাঝামাঝি জায়গায় আট নম্বর গেটের পাশে। আগুন লেগেছে আমদানির কার্গো কমপ্লেক্স ভবনে,  যেখানে আমদানি করা পণ্য রাখা হয়। আগুনে এখানকার প্রায় সব মালামাল পুড়ে গেছে বলে জানা গেছে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর