আগামীকাল জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের প্রস্তুতি শেষ হলেও বাস্তবায়ন পদ্ধতি নির্ধারণ না হওয়ায় নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে। জাতীয় ঐকমত্য কমিশনের (এনসিপি) দাবি, বাস্তবায়ন প্রক্রিয়া ঘোষণা ছাড়া সনদে সই রাজনৈতিক দ্বন্দ্ব বাড়াবে। এনসিপির নেতা আরিফুল ইসলাম আদিব বলেন, বাস্তবায়ন পদ্ধতি স্পষ্ট না হলে এটি রাজনৈতিক প্রতারণা হিসেবে দেখা দিতে পারে।
জামায়াতে ইসলামীও একই শঙ্কা প্রকাশ করে বলেছে, সনদ বাস্তবায়নের বিষয়গুলো স্পষ্ট না থাকলে জটিলতা তৈরি হবে। দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার মনে করেন, যদি সব দল এক জায়গায় না আসে, তবে সংকট বাড়বে।
অন্যদিকে বিএনপি আশাবাদী। দলের নেতা খন্দকার মোশাররফ হোসেন মনে করেন, সনদ স্বাক্ষরের মাধ্যমেই রাজনৈতিক আস্থার সংকট কাটবে এবং দ্বিধা-দ্বন্দ্ব কমে আসবে।
জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানিয়েছেন, অনিশ্চয়তা থাকলেও দলগুলো আন্তরিক থাকলে সংকট বড় হবে না। তিনি জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ হিসেবে দেখছেন, যা বাংলাদেশকে টেকসই গণতান্ত্রিক পথে এগিয়ে নেবে।
মন্তব্য করুন: