বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা বাড়াানোর দাবি আদায়ে রাজধানীর শাহবাগ অবরোধ করে আন্দোলন করছেন এমপিওভুক্ত শিক্ষকরা।
বুধবার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বড় মিছিল নিয়ে দুপুর ২টার দিকে শিক্ষক-কর্মচারীরা শাহবাগ মোড়ের দিকে রওনা হন। পথে শাহবাগে ঢোকার আগেই পুলিশের বাধার মুখে তারা পড়েন। সেখানে ধস্তাধস্তি শেষে তারা শাহবাগ মোড়ে অবস্থান নেন। এসময় অবরোধে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এদিকে লাগাতার কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয় শহীদ মিনারে চতুর্থ দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করে আসছিল এমপিওভুক্ত শিক্ষকরা। সকালে শতাধিক শিক্ষক শহীদ মিনারে অবস্থান নেন। শিক্ষকরা বলেন, এখনো সরকারের প্রজ্ঞাপনের অপেক্ষায় আছেন তারা। একই সঙ্গে প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।
বুধবার বিকালে মার্চ টু সচিবালয় অভিমুখে যাবার চেষ্টা করলে হাইকোর্টের মাজারগেটে আটকে দেয় পুলিশ।
মন্তব্য করুন: