রাশিয়া-ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে যুদ্ধক্ষেত্রে থাকা এক বাংলাদেশি যুবকের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ভিডিওতে ‘নিরব’ নামে এক যুবককে ধ্বংসস্তূপের মাঝে যুদ্ধের পোশাক ও অস্ত্র হাতে দেখা যায়। তিনি দাবি করেন, তিনি রাশিয়ার হয়ে সরাসরি যুদ্ধ করছেন এবং যুদ্ধক্ষেত্র থেকেই অনুসারীদের উদ্দেশে বার্তা দিচ্ছেন।
নিরব তাঁর ভিডিওতে রুশ অস্ত্রের কার্যকারিতা, কৌশল এবং শত্রুপক্ষকে ধোঁকা দেওয়ার পদ্ধতি বর্ণনা করেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অনেকেই বিস্ময়, গর্ব কিংবা সন্দেহ প্রকাশ করেছেন। তাঁর ফেসবুক প্রোফাইল থেকে জানা যায়, তিনি চট্টগ্রামের বাসিন্দা এবং ঢাকার কবি নজরুল কলেজের প্রাক্তন ছাত্র।
সম্প্রতি রাশিয়া এশিয়া ও আফ্রিকার দেশগুলো থেকে লোভনীয় প্রস্তাবে বিদেশি যোদ্ধা সংগ্রহ করছে বলে অভিযোগ উঠেছে। উচ্চ বেতন, নাগরিকত্ব বা ইউরোপে চাকরির প্রলোভনে অনেকে রাশিয়ায় গিয়ে যুদ্ধের বাস্তবতায় পড়ছেন।
তবে নিরবের দাবির সত্যতা এখনো যাচাই হয়নি। ভিডিওর অবস্থানও নিশ্চিত হওয়া যায়নি। বাংলাদেশের কোনো সরকারি সংস্থা এখনও আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। তবে ভিডিওটি ইতোমধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।
মন্তব্য করুন: