[email protected] মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
১৫ আশ্বিন ১৪৩২

যেকোনো সময় আ.লীগের কার্যক্রম সচল করা হতে পারে : ড. ইউনূস

নিউজ ডেস্ক

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৫ ১৫:০৯ পিএম

ছবি : সংগৃহীত

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ বা রেজিস্ট্রেশন স্থগিত করা হয়নি, শুধু তাদের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে জিটিওকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, কার্যক্রম স্থগিত থাকায় আওয়ামী লীগ কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে পারবে না, তবে দল হিসেবে তারা বৈধ রয়ে গেছে। যেকোনো সময় তাদের কার্যক্রম পুনরায় চালু হতে পারে।

নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন, কারণ তারাই নির্বাচন আয়োজন করে। তিনি আরও বলেন, আওয়ামী লীগের সমর্থকরা সাধারণ ভোটার হিসেবেই ভোট দিতে পারবেন, তবে সেখানে আওয়ামী লীগের প্রতীক থাকবে না।

. ইউনূস অভিযোগ করেন, আওয়ামী লীগ নিজেদের রাজনৈতিক দল হিসেবে তুলে ধরতে ব্যর্থ হয়েছে; তারা মানুষ হত্যা করেছে এবং দায় স্বীকার না করে সবসময় অন্যকে দোষারোপ করেছে। সাক্ষাৎকারে জাতীয় নির্বাচন বিলম্বের যৌক্তিকতা রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর