[email protected] সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
১৪ আশ্বিন ১৪৩২

রোহিঙ্গাদের খাদ্য সহায়তায় ৩ দশমিক ৪ মিলিয়ন ডলার দিলো জাপান

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৫ ১৭:০৯ পিএম

ছবিঃ সংগৃহীত

রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য নতুন করে ৩ দশমিক ৪ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দিচ্ছে জাপান সরকার। সোমবার ঢাকার জাপান দূতাবাস থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) এই অর্থ ব্যয় করবে।

ডব্লিউএফপি জানায়, অনুদানের মাধ্যমে এক লাখেরও বেশি রোহিঙ্গা এবং দুই হাজার ঝুঁকিপূর্ণ বাংলাদেশি মাসিক খাদ্য ও পুষ্টি সহায়তা পাবে। পরিবারগুলো ই-ভাউচারের মাধ্যমে ভাত, ডাল, শাকসবজি ইত্যাদি কেনার সুযোগ পাবে। পাশাপাশি ক্যাম্পের ভেতরে ও বাইরে ছোট শিশু, গর্ভবতী ও স্তন্যদানকারী নারীদের জন্য বিশেষ পুষ্টি সহায়তার ব্যবস্থা থাকবে।

ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচি বলেন, রোহিঙ্গা ক্যাম্পে চাহিদা ক্রমেই বাড়ছে অথচ মানবিক তহবিল কমছে। এ পরিস্থিতিতে তিনি ডব্লিউএফপি ও অংশীদারদের একসঙ্গে কাজ করে সংকট মোকাবিলার আহ্বান জানান।

উল্লেখ্য, ২০১৭ সালের আগস্ট থেকে এখন পর্যন্ত জাপান সরকার রোহিঙ্গাদের জন্য ২৪০ মিলিয়ন ডলারের বেশি অনুদান দিয়েছে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর