[email protected] সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
১৪ আশ্বিন ১৪৩২

প্রতিবেশী দেশ ও ফ্যাসিবাদের দোসরদের ইন্ধনে খাগড়াছড়িতে অস্থিরতা হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৫ ১৭:০৯ পিএম

ছবিঃ সংগৃহীত

খাগড়াছড়িতে অস্থিরতা তৈরি হচ্ছে প্রতিবেশী দেশ ও ফ্যাসিবাদী চক্রের ইন্ধনে—এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার রাজধানীর রমনায় ডিএমপির পাঁচটি থানার নতুন ভবন উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি জানান, একটি মহল দূর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন না হওয়ার জন্য ষড়যন্ত্র করছে। এ চক্রান্তের অংশ হিসেবেই খাগড়াছড়িতে ঘটনাগুলো ঘটছে। ভারত বা ফ্যাসিস্টদের প্ররোচনায় এসব চলছে বলে মন্তব্য করেন তিনি। এ বিষয়ে সর্বোচ্চ সতর্কতা গ্রহণ করা হয়েছে এবং স্থানীয় নেতাদের সঙ্গে আলোচনা চলছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, পাহাড় থেকে সন্ত্রাসীরা গুলি চালিয়েছে, যেসব অস্ত্র দেশের বাইরে থেকে আসে। এ সমস্যার সমাধানে সবার সহযোগিতা প্রয়োজন।

দূর্গাপূজা প্রসঙ্গে তিনি বলেন, এটি দেশের বড় ধর্মীয় উৎসব। তাই কোনো বিশৃঙ্খলা বা রাস্তা অবরোধ যেন না হয়, সেদিকে সবার নজর রাখতে হবে। নির্বিঘ্ন পূজা আয়োজনে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

এছাড়া পাহাড়ে আটকে পড়া পর্যটকদের বিষয়ে তিনি বলেন, তাদের বেশিরভাগকেই ইতিমধ্যে ফিরিয়ে আনা হয়েছে। সরকার পর্যটকদের নিরাপত্তা ও সহায়তায় সচেষ্ট রয়েছে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর