[email protected] সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
১৪ আশ্বিন ১৪৩২

বিদ্যুৎ উৎপাদকদের বিল বকেয়া বিপিডিবির কাছে, তবু সরবরাহে ঘাটতির জন্য জরিমানা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৫ ১৫:০৯ পিএম

ছবিঃ সংগৃহীত

বিপিডিবি দীর্ঘমেয়াদী বিল পরিশোধে ব্যর্থ হওয়ায় স্বতন্ত্র বিদ্যুৎ উৎপাদকরা (আইপিপি) এলডি বা আউটেজ জরিমানার মুখে পড়ছে। ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে চারটি কেন্দ্র থেকে মোট ২৪৯.৭৫ কোটি টাকা কর্তন করা হয়েছে, যদিও বিপিডিবির কাছে তাদের বকেয়া বিল ৪,৪২২ কোটি টাকার বেশি।

আইপিপি মালিকরা অভিযোগ করেছেন, বিদ্যুৎ ঘাটতির মূল কারণ বিপিডিবির বিল দেরি, তাদের অবহেলা নয়। পিপিএর ধারা অনুযায়ী, বিল দেরি হলে আউটেজ জরিমানা বাতিল হওয়ার কথা, তবে বিপিডিবি তা মানছে না। চলতি বছরের জানুয়ারি থেকে অন্তত ১৭টি কেন্দ্র বিইআরসিতে অভিযোগ দিয়েছে।

বেসরকারি বিদ্যুৎ উৎপাদন আইপিপি বাংলাদেশের মোট স্থাপিত ক্ষমতার ৬০ শতাংশ সরবরাহ করছে। বিপিডিবির বিলম্ব ও জরিমানার কারণে তাদের আর্থিক সংকট বেড়েছে, ঋণ নেওয়া ও রক্ষণাবেক্ষণ ব্যাহত হচ্ছে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর