[email protected] সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
১৪ আশ্বিন ১৪৩২

খাগড়াছড়িতে চলছে ১৪৪ ধারা, থমথমে পরিস্থিতি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৫ ১৫:০৯ পিএম

ছবিঃ সংগৃহীত

খাগড়াছড়িতে অষ্টম শ্রেণির এক কিশোরী ধর্ষণ ও পরবর্তী সহিংসতার জেরে পুরো জেলায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সোমবার শহর ও শহরতলীতে কড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশের পাশাপাশি ৩ প্লাটুন আর্মড পুলিশ ও ৭ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।

সেনাবাহিনীও টহল দিচ্ছে এবং জরুরি সেবা ছাড়া সাধারণ মানুষকে চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে না। এতে খেটে খাওয়া মানুষ ভোগান্তিতে পড়েছে।

এদিকে জুম্ম ছাত্র জনতার ব্যানারে তিন পার্বত্য জেলায় নতুন করে অবরোধের ডাক দেওয়া হয়েছে। তবে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা শান্তি রক্ষায় ঐক্যের আহ্বান জানিয়েছেন। জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার জানান, পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে রয়েছে। উল্লেখ্য, ধর্ষণ ঘটনার পর গুইমারায় সহিংসতায় ৩ জন নিহত ও অর্ধশতাধিক আহত হয়। অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত হয় বহু বাড়িঘর ও দোকানপাট। বর্তমানে জেলা সদরে ১৪৪ ধারা জারি রয়েছে এবং গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন আছে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর