[email protected] বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
৯ আশ্বিন ১৪৩২

অক্সিজেন খুলে নেয়ায় রোগীর মৃত্যু, খুমেকে দুদকের অভিযান

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৫ ১৮:০৯ পিএম

ছবি : সংগৃহীত

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে অক্সিজেন খুলে দেওয়ায় রোগীর মৃত্যু এবং নানা অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত দুদক খুলনা সমন্বিত কার্যালয় এ অভিযান চালায়।

ভুক্তভোগীদের অভিযোগ, কিডনি জটিলতা নিয়ে শনিবার সকালে খান জাহান আলী থানার যোগিপোল ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা সাইফুল ইসলাম হাসপাতালে ভর্তি হন। রাতে অবস্থার অবনতি হলে একজন ওয়ার্ডবয়কে টাকা দিয়ে অক্সিজেন দেওয়ার ব্যবস্থা করা হয়।

কিন্তু রোববার সকালে ক্লিনার আব্দুর জব্বার সেই অক্সিজেন খুলে ফেলেন। বাধা দিলে রোগীর স্বজনদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। অক্সিজেন সরিয়ে নেওয়ার ১৫-২০ মিনিটের মধ্যেই মারা যান সাইফুল।

দুদকের উপ-পরিচালক মো. আবদুল ওয়াদুদ জানান, অভিযোগের সত্যতা পাওয়া গেছে। অভিযানে দুইজন দালালকেও আটক করে হাসপাতাল কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছে। অভিযুক্ত ক্লিনারের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়।

হাসপাতালের পরিচালক ডা. কাজী মো. আইনুল ইসলাম জানান, ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে ।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর