[email protected] বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
৯ পৌষ ১৪৩২

“ভারত প্রথম” নীতি থেকে সরে দাঁড়ালো যুক্তরাষ্ট্র, কিন্তু কেন?

ভারত রেখে পাকিস্তানের প্রতি আকৃষ্ট হচ্ছে যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৫ ২০:১২ পিএম

ছবি : সংগৃহীত

দীর্ঘদিন ভারতকে দক্ষিণ এশিয়ায় প্রধান কৌশলগত মিত্র হিসেবে বিবেচনা করলেও সাম্প্রতিক অবস্থান বদলেছে যুক্তরাষ্ট্রের। প্রভাবশালী মার্কিন দৈনিক ওয়াশিংটন টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত মে মাসে ভারত–পাকিস্তান সংঘাতের পর ওয়াশিংটন তার ‘ইন্ডিয়া ফার্স্ট’ নীতি থেকে সরে এসে পাকিস্তানের প্রতি নতুন করে আগ্রহ দেখাচ্ছে।

প্রতিবেদন অনুযায়ী, জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে এপ্রিল মাসে উত্তেজনা বাড়ে এবং মে মাসে ভারত পাকিস্তানের ভেতরে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এর জবাবে পাকিস্তানের পালটা সামরিক সক্ষমতা ও সমন্বিত প্রতিরোধ মার্কিন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে। ওয়াশিংটন টাইমস দাবি করেছে, চার দিনের ওই সংঘাতে পাকিস্তানের শৃঙ্খলা, আধুনিক রণকৌশল ও সামরিক প্রস্তুতি

প্রতিবেদনটিতে আরও বলা হয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর প্রশাসন আগে পাকিস্তানকে তুলনামূলক দুর্বল ও অনির্ভরযোগ্য অংশীদার হিসেবে দেখলেও মে মাসের ঘটনার পর সেই ধারণা বদলেছে। বিশ্লেষকদের মতে, এই পরিবর্তন দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক ভারসাম্যে নতুন মাত্রা যোগ করছে।

হোয়াইট হাউসকে নতুনভাবে ভাবতে বাধ্য করেছে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর