বাংলাদেশ ও ভারতের সম্পর্কের বর্তমান প্রেক্ষাপট নিয়ে একটি সম্পাদকীয় কার্টুন প্রকাশ করেছে পাকিস্তানের প্রভাবশালী জাতীয় দৈনিক ডন। কার্টুনে বাংলাদেশকে প্রতীকীভাবে একটি বাঘ হিসেবে উপস্থাপন করা হয়েছে, যার সামনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ক্ষুদ্র অবয়ব নীরব ভঙ্গিতে দাঁড়িয়ে আছে।
কার্টুনটি এঁকেছেন শিল্পী রোহিত ভগবন্ত এবং “Today’s Editorial Cartoon by Rohit Bhavnani” ক্যাপশনসহ ডনের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয়।
প্রকাশের পরপরই কার্টুনটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। বিশেষ করে বাংলাদেশে ফেসবুক ও এক্সে এটি ব্যাপকভাবে শেয়ার হয়। অনেক ব্যবহারকারী এটিকে বাংলাদেশের কূটনৈতিক আত্মবিশ্বাস ও আঞ্চলিক অবস্থানের প্রতীক হিসেবে ব্যাখ্যা করছেন। ডনের ফেসবুক পোস্টের মন্তব্য ঘরেও একই ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে।
পাকিস্তানের পাঠকদের একাংশ কার্টুনটির মাধ্যমে দক্ষিণ এশিয়ায় শক্তির ভারসাম্য পরিবর্তনের ইঙ্গিত দেখছেন। ভারতীয় ব্যবহারকারীদের প্রতিক্রিয়া ছিল মিশ্র; কেউ একে অতিরঞ্জিত বললেও কেউ শিল্পিত রাজনৈতিক বার্তা হিসেবে দেখেছেন। বিশ্লেষকদের মতে, এই কার্টুন দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক বাস্তবতাকে প্রতীকীভাবে তুলে ধরেছে।
মন্তব্য করুন: