সাম্প্রতিক সময়ে বাংলাদেশ–ভারত সম্পর্কের টানাপোড়েনের মধ্যে ভারতকে হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের ক্ষমতাসীন দল পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) এক নেতা। ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এক ভিডিও বার্তায় পিএমএল-এনের যুব নেতা কামরান সাঈদ উসমানি এই মন্তব্য করেন।
ভিডিও বার্তায় উসমানি বলেন, ভারত যদি বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাত হানে বা বাংলাদেশের দিকে কুনজর দেয়, তবে পাকিস্তানের জনগণ, সশস্ত্র বাহিনী ও ক্ষেপণাস্ত্র খুব দূরে নয়, এ কথা মনে রাখা উচিত। তিনি অভিযোগ করেন, বাংলাদেশে ‘অখণ্ড ভারত’ ধারণা চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে এবং সীমান্তে বিএসএফের তৎপরতা বাংলাদেশকে বিরক্ত করছে।
এ সময় তিনি বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে আনুষ্ঠানিক সামরিক জোট গঠনের আহ্বান জানান এবং উভয় দেশে একে অপরের সামরিক ঘাঁটি স্থাপনের প্রস্তাব দেন।
তবে উসমানির এই বক্তব্য ব্যক্তিগত ও দলীয় পর্যায়ের বলে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে এখন পর্যন্ত পাকিস্তান, বাংলাদেশ কিংবা ভারতের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। বিশ্লেষকদের মতে, এমন বক্তব্য আঞ্চলিক রাজনীতিতে নতুন উত্তেজনা সৃষ্টি করতে পারে।
মন্তব্য করুন: