[email protected] বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
৯ পৌষ ১৪৩২

বাংলাদেশ হাইকমিশনের সামনে উত্তাল দিল্লি, ভিএইচপির বিক্ষোভে ব্যারিকেড ভাঙচুর

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৫ ২০:১২ পিএম

ছবি : সংগৃহীত

ময়মনসিংহে পোশাক শ্রমিক দিপু চন্দ্র দাস হত্যার প্রতিবাদে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভে নামে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)। বিক্ষোভ চলাকালে একাধিক ব্যারিকেড ভেঙে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় আন্দোলনকারীরা।

প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার ভিডিওতে দেখা যায়, কয়েক’শ বিক্ষোভকারীকে ঠেকাতে ব্যারিকেড দেয় দিল্লি পুলিশ। তবে একপর্যায়ে অন্তত দুই স্তরের ব্যারিকেড ভেঙে কূটনৈতিক স্থাপনার দিকে এগোতে দেখা যায় বিক্ষোভকারীদের। টাইমস অব ইন্ডিয়া ও দ্য হিন্দু জানায়, সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তিন স্তরের ব্যারিকেডসহ অতিরিক্ত পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়।

এর আগে সোমবার কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন এবং শিলিগুড়ি ও আগরতলায় ভিসা সেন্টারের সামনে বিক্ষোভ হয়। পরিস্থিতির জেরে শিলিগুড়ি ও আগরতলায় ভিসা সেন্টার এবং দিল্লিতে হাইকমিশনের ভিসা সেবা সাময়িক বন্ধ ঘোষণা করা হয়।

উদ্ভূত পরিস্থিতির পর মঙ্গলবার ঢাকায় ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে বাংলাদেশ।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর