[email protected] বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
৯ পৌষ ১৪৩২

তুরস্কের সংসদে হাতাহাতি, ঘুষি বিনিময়, পার্টি–সিএইচপি এমপিদের হাতাহাতি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৫ ২০:১২ পিএম

ছবি : সংগৃহীত

তুরস্কের জাতীয় সংসদে বাজেট অধিবেশনের শেষ দিনে শাসক দল একে পার্টি ও প্রধান বিরোধী দল সিএইচপির সংসদ সদস্যদের মধ্যে ব্যাপক হাতাহাতির ঘটনা ঘটেছে। প্রায় ১০ মিনিট ধরে চলা এই বিশৃঙ্খল পরিস্থিতিতে সংসদ কার্যক্রম স্থগিত ঘোষণা করেন স্পিকার নুমান কুরতুলমুশ।

রোববার (২১ ডিসেম্বর) গভীর রাতে বাজেট আলোচনা চলাকালে একে পার্টির বুরসা থেকে নির্বাচিত এমপি মুস্তাফা ভারাঙ্ক ও সিএইচপি গ্রুপ ডেপুটি চেয়ারম্যান গোকহান গুনাইদিনের মধ্যে প্রথমে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। পডিয়াম থেকে বক্তব্য দিতে গিয়ে ভারাঙ্ক, সিএইচপি-শাসিত শহরগুলোর কৃষকদের প্রতিশ্রুত বিনামূল্যের ট্রাক্টর না পাওয়ার প্রসঙ্গ তোলেন। জবাবে গুনাইদিন সরকারকে রাজনৈতিক অপপ্রচার চালানোর অভিযোগ করেন।

পরিস্থিতি আরও উত্তপ্ত হয় সিএইচপি নেতা আলি মাহির বাসারির প্রতিবাদকে কেন্দ্র করে। অল্প সময়ের মধ্যেই বাকবিতণ্ডা ধাক্কাধাক্কি ও ঘুষি বিনিময়ে রূপ নেয়। নিরাপত্তাকর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খান।

এই উত্তেজনার মধ্যেই ২০২৬ সালের বাজেট আইন ৩২০–২৪৯ ভোটে পাস হয়।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর