[email protected] বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
৯ পৌষ ১৪৩২

একটু একটু করে পুরো ফিলিস্তিনকেই নিজেদের মানচিত্রে টানছে ইসরায়েল

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৫ ২০:১২ পিএম
আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৫ ৮:০৪ পিএম

ছবি : সংগৃহীত

একটু একটু করে পুরো ফিলিস্তিনকেই নিজেদের মানচিত্রে যুক্ত করার পথে এগোচ্ছে ইসরায়েল। গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও থামেনি দখলদারিত্ব ও আগ্রাসন। বিশেষ করে পশ্চিম তীরে ইসরায়েলের সামরিক ও প্রশাসনিক তৎপরতা দিন দিন বাড়ছে।

সর্বশেষ দখলকৃত এলাকাগুলোতে নতুন করে ১৯টি ইহুদি বসতি স্থাপনের অনুমোদন দিয়েছে ইসরায়েলের মন্ত্রিসভা। বিশ্লেষকদের মতে, স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের পথ রুদ্ধ করতেই এই পদক্ষেপ।

এর আগে গেল সপ্তাহে অধিকৃত পূর্ব জেরুজালেমের সিলওয়ান এলাকায় ১৩টি ফ্ল্যাটসহ একটি ভবন গুঁড়িয়ে দেয় ইসরায়েলি কর্তৃপক্ষ। এতে গৃহহীন হয়েছেন অন্তত ১০০ ফিলিস্তিনি।

জাতিসংঘের তথ্য বলছে, ২০১৭ সালের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে বসতি সম্প্রসারণ। নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারের আমলে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে বসতি ও আউটপোস্ট বেড়েছে প্রায় ৫০ শতাংশ। নাবলুস, রামাল্লা, সালফিত, বেথলেহেম ও জেরিকো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। এতে প্রায় ৩০ লাখ ফিলিস্তিনির স্বাভাবিক জীবন বিপর্যস্ত হওয়ার আশঙ্কা।

গাজায় যুদ্ধ শুরুর পর থেকে দখলকৃত এলাকাগুলোয় এক হাজারের বেশি ফিলিস্তিনি নিহত, গ্রেপ্তার ২১ হাজারের বেশি।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর