ফরিদপুরে চাঁদা না পেয়ে ব্যাপক তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছে জেলা যুবদলের সহ-সভাপতি মাসুদুর রহমান লিমন ও তার অনুসারীদের বিরুদ্ধে। মঙ্গলবার বিকেলে শহরের গোয়ালচামট এলাকার ভাঙ্গা রাস্তার মোড়ে টেম্পু স্ট্যান্ডে হামলা চালিয়ে অন্তত ১৬টি মাহেন্দ্র ভাঙচুর করা হয়।
এতে গুরুতর আহত হন ৭ জন চালক, যাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফরিদপুর মাহেন্দ্র শ্রমিক ইউনিয়নের নেতা লিয়াকত আলী বাবু জানান, ৫ আগস্ট থেকে লিমন ও তার লোকজন পরিবহন চালকদের কাছ থেকে জোর করে চাঁদা আদায় করছিলেন। চাঁদা না দেয়ায় লিমনের সহযোগী শাহিন ও মিন্টুর নেতৃত্বে এ হামলা চালানো হয়। হামলাকারীরা লাঠি ও দেশীয় অস্ত্র দিয়ে চালকদের মারধর করে।
ভুক্তভোগীরা জানান, লিমন ও তার দল দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে, লিমন দাবি করেন, রাজনৈতিকভাবে তাকে হেয় করতেই এসব অভিযোগ আনা হচ্ছে।
মন্তব্য করুন: