ব্রিটিশ লেবার পার্টির এমপি ও শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক দাবি করেছেন, তার বাংলাদেশের পাসপোর্ট ও এনআইডি কার্ডের ভুয়া প্রমাণ হাজির করেছে বাংলাদেশ সরকার।
স্থানীয় সময় বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের একটি প্রতিবেদনে তার মুখপাত্র দাবি করেন, বাংলাদেশের কর্তৃপক্ষ তার বিরুদ্ধে অপপ্রচার চালাতে ‘ভুয়া’ নথিপত্র ব্যবহার করছে।
দেশের এক গণমাধ্যমের অনুসন্ধানে জানা যায়, টিউলিপের নামে ২০০১ সালে পাসপোর্ট এবং ২০১১ সালে জাতীয় পরিচয়পত্র ইস্যু হয়েছে, যদিও তার আগের দাবির সঙ্গে এই তথ্য মিলছে না।
টিউলিপের ঘনিষ্ঠরা বলছেন, এসব নথিতে অসঙ্গতি রয়েছে এবং ঢাকার যে ঠিকানায় নথিগুলো তৈরি হয়েছে, তা তার খালার, অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাড়ি। তারা বলছেন, টিউলিপ কখনো ঢাকায় বাস করেননি এবং তিনি কেবল শৈশবে বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করেছিলেন।
মন্তব্য করুন: