স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশের তালিকায় উত্তরণে প্রস্তুতির অগ্রগতি জানতে চেয়েছে জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি (সিডিপি)। এ লক্ষ্যে বাংলাদেশকে ৩১ অক্টোবরের মধ্যে একটি বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে সংস্থাটি।
গত ২৫ আগস্ট সিডিপির চেয়ারম্যান হোসে অ্যান্টোনিও ওকাম্পো বাংলাদেশের সরকারকে পাঠানো এক চিঠিতে এই নির্দেশনা দেন। চিঠিতে বলা হয়, প্রতিবেদন যাচাই শেষে অক্টোবর-ডিসেম্বরের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে একজন বাংলাদেশি প্রতিনিধিকে ভার্চ্যুয়ালি অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়েছে।
পূর্ববর্তী সরকার উত্তরণের প্রস্তুতি শুরু করলেও নতুন সরকার এ নিয়ে চাপের মুখে রয়েছে। নানা মহল থেকে দাবি উঠেছে— দেশে যথেষ্ট প্রস্তুতি না নিয়েই উত্তরণের পথে এগোনো হচ্ছে। অনেকে আরও সময় চাইলেও অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, উত্তরণে অনীহা জানানোর মতো গ্রহণযোগ্য কারণ নেই।
অর্থ মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী জানিয়েছেন, এখন দরকার টেকসই উন্নয়ন ব্যবস্থাপনার ওপর জোর দেওয়া। তিনি জ্বালানি, করব্যবস্থা ও লজিস্টিক খাতকে শক্তিশালী করার তাগিদ দেন।
মন্তব্য করুন: