[email protected] শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
২৯ ভাদ্র ১৪৩২

লন্ডনে উপদেষ্টা মাহফুজের ওপর হামলার চেষ্টা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৫ ১৭:০৯ পিএম

ছবি: সংগৃহীত

লন্ডনের সোয়াস ক্যাম্পাস এলাকায় শুক্রবার সন্ধ্যা ৭টায় অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমের গাড়িতে হামলার চেষ্টা করা হয়। তবে বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, মাহফুজ আলম ওই গাড়িতে ছিলেন না।

ভিডিওতে দেখা গেছে, আওয়ামী লীগের নেতা-কর্মীরা গাড়ির ওপর ডিম নিক্ষেপ এবং গাড়ির সামনে শুয়ে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করেন। পুলিশ হস্তক্ষেপে তাদের চেষ্টা ব্যর্থ হয়। হাইকমিশনের পোস্টে বলা হয়েছে, মাহফুজ আলম নির্ধারিত সময় দুটি অনুষ্ঠানে অংশ নেন এবং নিরাপদে হাইকমিশন ত্যাগ করেন।

বাংলাদেশ হাইকমিশনের গাড়ি বের হওয়ার সময় খালি গাড়িতে হামলার চেষ্টা করা হয়। পুলিশ তাদের সরিয়ে দেয়। হাইকমিশন জানিয়েছে, লন্ডন মেট্রোপলিটন পুলিশ মাহফুজ আলমের নিরাপত্তা নিশ্চিত করছে। হামলার ঘটনায় কোনো শারীরিক ক্ষতি হয়নি। অনুষ্ঠান শেষে উপদেষ্টা বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, ছাত্র ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়েও অংশ নেন।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর