২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে স্বর্ণের দাম পুনরায় বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সোমবার রাতে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ২৬০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮২ হাজার ৮১০ টাকায়, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। নতুন দাম মঙ্গলবার থেকে কার্যকর হবে।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য বৃদ্ধির কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে দাম সমন্বয় করা হয়েছে। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭৪ হাজার ৫০৫ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৪৯ হাজার ৫৬৭ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ২৩ হাজার ৯৪২ টাকায় বিক্রি হবে।
বছর শুরু থেকে দেশের বাজারে স্বর্ণের দাম মোট ৫১ বার সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ৩৫ বার দাম বাড়ানো হয়েছে। বিপরীতে রুপার দাম অপরিবর্তিত রয়েছে।
মন্তব্য করুন: