[email protected] বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
২৫ ভাদ্র ১৪৩২

দুর্গাপূজায় ভারতে যাচ্ছে ১২০০ টন ইলিশ, রপ্তানির অনুমতি দিল বাণিজ্য মন্ত্রণালয়

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৫ ১৫:০৯ পিএম

ছবি: সংগৃহীত

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে এবারও ভারতে ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে বাংলাদেশ বাণিজ্য মন্ত্রণালয়। সোমবার প্রকাশিত বিজ্ঞপ্তিতে মোট ১,২০০ টন ইলিশ রপ্তানি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগ্রহী রপ্তানিকারকদের আবেদন জমা দেওয়ার শেষ সময় ১১ সেপ্টেম্বর ২০২৫। প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য নির্ধারণ করা হয়েছে ১,৫২৫ টাকা।

গত বছর দুর্গাপূজার সময় ৩,০০০ টন ইলিশ রপ্তানি অনুমোদন দেওয়া হয়েছিল, যা পরে ২,৪২০ টনে কমানো হয়। গত বছর ৪৯টি প্রতিষ্ঠান অনুমোদন পায়।

এ বছরও বাণিজ্য মন্ত্রণালয় আবেদনকারীদের থেকে হালনাগাদ ট্রেড লাইসেন্স, ইআরসি, আয়কর ও ভ্যাট সার্টিফিকেট, বিক্রয় চুক্তিপত্র এবং মৎস্য অধিদপ্তরের লাইসেন্সসহ প্রয়োজনীয় দলিলাদি জমা দিতে বলেছে।

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের মাধ্যমে পশ্চিমবঙ্গের ‘ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’-এর চিঠি পাওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর