বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাঈদের ময়নাতদন্তকারী রংপুর মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক মো. রজিবুল ইসলাম নিরাপত্তা শঙ্কায় ভুগছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ বুধবার সাক্ষ্য দিতে গিয়ে তিনি জানান, মামলার আসামিরা রংপুরের লোক হওয়ায় তিনি জন্মস্থান বা অন্য স্থানে পোস্টিং চাচ্ছেন।
রজিবুল ইসলাম বলেন, চাপের মুখে চারবার ময়নাতদন্ত রিপোর্ট পরিবর্তন করতে বাধ্য হন, এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছেন। ট্রাইব্যুনাল তার নিরাপত্তা বিষয়ক আবেদন বিবেচনা করছে।
এর আগে, চানখাঁরপুল মামলায় শহীদ দশম শ্রেণির ছাত্র শাহরিয়ার খান আনাসসহ ছয়জন নিহতের ঘটনা এবং বিভিন্ন সাক্ষীর জবানবন্দি নেওয়া হয়েছে। ট্রাইব্যুনাল সংশ্লিষ্টদের নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করছে।
মন্তব্য করুন: