[email protected] সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
২৪ ভাদ্র ১৪৩২

কক্সবাজার সমুদ্রসৈকত থেকে ক্রিকেটার মুশফিকের ভাতিজার মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২৫ ১৫:০৯ পিএম

ছবি: সংগৃহীত

কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া কলেজছাত্র জুহায়ের আয়মানের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ হওয়ার প্রায় ১৫ ঘণ্টা পর আজ সোমবার ভোর ৬টার দিকে সমিতি পাড়া সংলগ্ন সৈকত থেকে জেলা প্রশাসনের পর্যটন সেল তার মরদেহ উদ্ধার করে।

নিহত জুহায়ের বগুড়া পৌরসভার কাটনারপাড়া ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্য মুশফিকুর রহিমের ভাতিজা। গতকাল রবিবার দুপুরে তিনি ও দুই বন্ধু লাবণী পয়েন্টে গোসলে নেমেছিলেন। লাইফগার্ড দুজনকে জীবিত উদ্ধার করতে পারলেও জুহায় নিখোঁজ ছিলেন।

নিহতের পরিবার মরদেহ বিনা ময়নাতদন্তে দাফনের জন্য আবেদন করেছে। সী সেইফ লাইফগার্ড জানিয়েছে, গত এক বছরে সমুদ্রসৈকতে অন্তত ১১ জন পর্যটক গোসলে প্রাণ হারিয়েছেন।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর