বছরের দ্বিতীয় পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণে বিস্ময়কর দৃশ্যের সাক্ষী হতে চলেছে পুরো বিশ্ব। অর্থাৎ, চাঁদ রূপ বদলে হয়ে উঠবে লাল। বিজ্ঞানীরা যাকে ‘ব্লাড মুন’ নামে আখ্যায়িত করছেন।
রোববার রাতের আকাশে বিশ্বের কোটি কোটি মানুষ দেখবেন ‘ব্লাড মুন’ বা রক্তিম চাঁদ। এটি বছরের দ্বিতীয় পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ এবং প্রায় ৮২ মিনিট স্থায়ী হবে, যা সাম্প্রতিক সময়ের অন্যতম দীর্ঘতম চন্দ্রগ্রহণ।
বাংলাদেশে গ্রহণ শুরু হবে রাত ৯টা ২৮ মিনিটে। পুরো লালচে চাঁদ দেখা যাবে রাত ১১টা ৩০ মিনিট থেকে সোমবার ১২টা ৫২ মিনিট পর্যন্ত। এরপর রাত ২টা ৫৫ মিনিটে চাঁদ সম্পূর্ণভাবে পৃথিবীর ছায়া থেকে বের হবে।
চাঁদ লাল দেখায় ‘রে লি স্ক্যাটারিং’ এর কারণে পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্য দিয়ে সূর্যালোক চাঁদের দিকে পৌঁছায়, নীল আলো ছড়িয়ে যায় এবং লাল ও কমলা আলো চাঁদে পৌঁছে রক্তিম আভা সৃষ্টি করে।
বাংলাদেশসহ এশিয়া, অস্ট্রেলিয়া, আফ্রিকা ও ইউরোপের বিভিন্ন দেশ থেকেও এই চন্দ্রগ্রহণ দেখা যাবে। খালি চোখেই তা নিরাপদে দেখা সম্ভব।
মন্তব্য করুন: