[email protected] বৃহঃস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
২০ ভাদ্র ১৪৩২

একীভূত হতে রাজি গ্লোবাল ইসলামী, বাকি থাকল এক্সিম ও সোশ্যাল ইসলামি ব্যাংক

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০২৫ ১৮:০৯ পিএম

ফাইল ছবি

গ্লোবাল ইসলামি ব্যাংক তৃতীয় ব্যাংক হিসেবে একীভূত হতে সম্মতি দিয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের শুনানির পর ব্যাংকটির চেয়ারম্যান মোহাম্মদ নূরুল আমিন এই তথ্য জানান।

তিনি বলেন, ব্যাংকের ঋণ স্থিতি ১৪ হাজার কোটি টাকা, যার মধ্যে ১২ হাজার কোটি টাকা নামে-বেনামে নিয়েছে এস আলম গ্রুপ এবং সবই এখন খেলাপি। জামানতের পরিমাণ ২৫ শতাংশের কম।

এর আগে ইউনিয়ন ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংকও একীভূত হওয়ার সম্মতি দিয়েছে। দুই ব্যাংক থেকে মোট ৬৬ হাজার কোটি টাকা লুট করেছে এস আলম গ্রুপ। এক্সিম ব্যাংক এখনও একীভূত হতে রাজি নয় এবং অন্তত দুই বছরের সময় চেয়েছে।

বাংলাদেশ ব্যাংক দুর্বল ৫ ব্যাংককে একীভূত করার উদ্যোগ নিয়েছে। সম্মিলিত মূলধন ঘাটতি ও খেলাপি ঋণের পরিমাণ ২ লাখ ৮৬ হাজার কোটি টাকার বেশি। প্রাথমিকভাবে ৩৫ হাজার কোটি টাকার বিশেষ তহবিল গঠন পরিকল্পনা করা হচ্ছে। একীভূত ব্যাংকের নাম হতে পারে ইউনাইটেড ইসলামী ব্যাংক বা আল ফাতাহ ব্যাংক।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর