বাংলাদেশের রোগীদের জন্য উন্নত ও আধুনিক চিকিৎসা সেবা সহজলভ্য করতে ঢাকায় যাত্রা শুরু করলো ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালের প্রাতিষ্ঠানিক তথ্যকেন্দ্র।
মঙ্গলবার, সকাল ১১টায় রাজধানীর যমুনা ফিউচার পার্কের লেভেল-২, ব্লক-সি-তে অবস্থিত নিজস্ব কার্যালয়ে এই তথ্যকেন্দ্রটির শুভ উদ্বোধন করা হয়। কেন্দ্রটি উদ্বোধন করেন চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব নবীন ভি।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাপোলো হাসপাতাল, চেন্নাইয়ের ইন্টারন্যাশনাল সেলস গ্রুপ রেভিনিউ টিমের অ্যাসোসিয়েট ভাইস প্রেসিডেন্ট জনাব এম. এস. গুরু প্রসাদ।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এই নতুন ইনফরমেশন সেন্টারের মাধ্যমে বাংলাদেশী রোগীরা এখন খুব সহজেই চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন সেবা পাবেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো: ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট বুকিং, ভিসা প্রাপ্তির জন্য ইনভাইটেশন লেটার, রোগীর প্রয়োজন অনুযায়ী ব্যক্তিগত চিকিৎসা পরিকল্পনা ও মেডিকেল গাইডলাইন এবং চিকিৎসা শুরুর পূর্বেই সম্ভাব্য ব্যয়ের ধারণা।
মন্তব্য করুন: