ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশগ্রহণকারী এক নারী প্রার্থীকে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগে সমাজবিজ্ঞান বিভাগের ২০২০-২০২১ সেশনের শিক্ষার্থী আলী হুসেনকে ছয় মাসের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এ বিষয়ে গঠিত প্রক্টরিয়াল সত্যানুসন্ধান কমিটির সুপারিশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আলী হুসেন শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের শিক্ষার্থী। তার বিরুদ্ধে আনা অভিযোগটি বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন বিষয়ক কমিটিতে পাঠানো হয়েছে। গত ২ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের এক নারী প্রার্থীকে ফেসবুকে 'গণধর্ষণের' হুমকি দেওয়ার ঘটনায় দুটি পৃথক কমিটি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর মধ্যে একটি কমিটি গঠন করেছে ডাকসু নির্বাচন কমিশন এবং আরেকটি গঠন করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস।
মন্তব্য করুন: